আজ - ২৬ অগ্রহায়ণ ১৪৩১, মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪ ১১:১১:৪৩

হ্যাক হ্যাকার হ্যাকিং হ্যাকড (সাইবার নিরাপত্তা- সুরক্ষা ও সতর্কতা) - মো: ফজলে রাব্বি | Hack Hacker Hacker Hacked(cyber security- defence and coutions) by MD FAZLEY RABBY

by TBR
29 Feb, 2024
The Bangla Reader

হ্যাক বা হ্যাকিং বা হ্যাকার শব্দের সাথে বর্তমান সময়ে পরিচয় নেই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। প্রতিনিয়ত মানুষ হ্যাকড হচ্ছে তাদের ব্যাক্তিগত/প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হচ্ছে এছাড়াও নিজেদের ডিভাইস গুলোও হ্যাকড হয়ে যাচ্ছে।



স্মার্টফোন বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে এখন, আর বর্তমান দুনিয়া তো অনলাইনের দুনিয়া, মানুষ ভার্চুয়াল জগৎকে দিন দিন আপন করে নিচ্ছে।
উঠতে-বসতে, খেতে, ঘুমাতে মানুষের এখন ভার্চুয়াল জগতে পদার্পণ। মানুষ তার নিজের জগৎ তৈরি ক্ক্রে নিচ্ছে অনলাইনে বা ভার্চুয়ালি।
কিন্তু এই ভার্চুয়াল জগৎ টা আসলে কতটা নিরাপদ, কতটা সুরক্ষিত??



এইতো কিছুদিন আগেই প্রায় ২৬০০ কোটি ডাটা হ্যাকের সংবাদ সারা পৃথিবীতে একটি সারা ফেলে দিয়েছে। বাংলাদেশে প্রায় ৫ কোটি ডাটা হ্যাক।
এর মানে বোঝাই যাচ্ছে যে এই ভার্চুয়াল জগৎ টা আসলে কতটা নিরাপদ!
এই নিরাপত্তা বা অনিরাপত্তার কথা ভেবেই মো: ফজলে রাব্বি, হ্যাক হ্যাকার হ্যাকিং হ্যাকড (সাইবার নিরাপত্তা- সুরক্ষা ও সতর্কতা) বইটি লিখেছেন।



বইটিতে মূলত একজন ব্যাক্তির ব্যক্তিগত ডিভাইস গুলো যেমন মোবাইল বা স্মার্ট-ফোন, ল্যাপটপ বা কম্পিউটার ও সি সি টিভি ক্যামেরার সুরক্ষা নিশ্চিত করতে কি কি পদক্ষেপগুলো নেয়া প্রয়োজন, একজন ব্যক্তির অনলাইন জগতের নিরাপত্তার জন্যে বা অনলাইনে নিরাপদ থাকতে কি কি পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন কিংবা অনলাইনে যদি কোনো প্রকার হ্যাকিং, হুমকি, বুলিং বা সাইবার-ক্রাইম এর শিকার হন, তবে কি কি আইনি পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন সেগুলো উল্লেখ করা হয়েছে



একটি ছোট বাচ্চার হাতে স্মার্টফোন বা ডিভাইস দেয়ার পূর্বে কি কি সতর্কতা বা নিরাপত্তা মূলক পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন এবং এর পাশাপাশি নিজের বিভিন্ন ফাইল বা ডকুমেন্টস কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একটি ওয়েবসাইট কিভাবে কম্প্রোমাইজ বা হ্যাক হতে পারে এবং একজন ওয়েব-ডেভেলপার কোন কোন পদক্ষেপ গ্রহন করলে তার ওয়েবসাইটকে এবং অ্যাপ্লিকেশনকে হ্যাকিং এর হাত থেকে সুরক্ষিত রাখতে পারবে সেই বিষয় গুলো এবং যারা এথিকাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি শিখতে চাচ্ছে তাদের প্রপার নলেজ সহকারে কালি লিনাক্স ও এর কিছু টুলস সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।



এছাড়াও একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিভাবে নানান প্রকার সাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে পারে বা তার সার্ভার কে সুরক্ষিত রাখতে পারে সেই বিষয় গুলো উল্লেখিত আছে বইতে।
এবং সবিশেষে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের বিধি-বিধান ও দন্ড উল্লেখ করা হয়েছে বইটিতে।



বইটির লেখক মো: ফজলে রাব্বি বলেন-
বইটি আমি ডিফেন্সিভ বা আত্ন-রক্ষামূলক ফরমেটে লিখেছি। কোন এটাকিং বা আক্রমনাত্নক বিষয়বস্তু বইতে না দেয়ার চেষ্টা করেছি।
বইটি সারা বাংলাদেশের ছোট, বড়, বয়-বৃদ্ধ সকলের সাইবার নিরাপত্তা- সুরক্ষা ও সতর্কতার কথা ভেবেই লিখেছি। এমন ধরনের বই এর পূর্বে কেউ প্রকাশ করেছে বলে আমার দৃষ্টিগোচর হয়নি।
বইটি অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে
বইটির প্রচ্ছদ করেছেন, চারুপিন্টু।
প্রকাশক, মো: শাহাদাত হোসেন।
বইটির ধরন: আত্ন-উন্নয়নমূলক।
অমর একুশে বইমেলা থেকে সহজেই যে কেউ সংগ্রহ করতে পারবে বইটি।
মুল্য: ২৪০ টাকা ( ২৫% ছাড়ের পর)
এছাড়াও অনলাইনে বইফেরী থেকে এবং রকমারি থেকেও বইটি ঘরে বসেই যে কেউ বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে অর্ডার করতে পারবে খুব সহজেই।
বইফেরী থেকে অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন-
https://boiferry.com/book/hack-hacker-hacking-hacked
রকমারি থেকে অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন-
https://www.rokomari.com/book/375864/hack-hacker-hacking-hacked



রিলেটেড পোস্ট / আরো পড়ুন

Subscribe to our newsletter

Join our monthly newsletter and never miss out on new stories and promotions.