আজ - ১২ শ্রাবণ ১৪৩১, শনিবার, জুলাই ২৭, ২০২৪ ০২:২৮:০৫

বিশ্ব সাহিত্যের সেরা পাঁচটি উপন্যাস যা অবশ্যই পাঠ করা উচিত | Top five novels in world literature that must be read

রাকিবুল হাসান
- শিক্ষার্থী, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
14 Nov, 2021
The Bangla Reader

সাহিত্য সমালোচক, ইতিহাসবিদ, তুখোড় পড়ুয়া থেকে শুরু করে সাধারণ পাঠকদের মধ্যেও মতভেদ রয়েছে কোন বইগুলো বিশ্বের সর্বকালের সেরা, কারো হয়তোবা ফিকশন পছন্দ কারো হয়তো নন ফিকশন, হাতের পাঁচ এর মত অসম হচ্ছে ব্যাপারটা, তবে একই সাথে অনেকের মাঝে ভালো লাগা বা মন জয় করা বই এর উপস্থিতি খুবই কম এই মহাবিশ্বে।



আমরা সর্বকালের সেরা পাঁচটি উপন্যাস নিয়ে আলোচনা করবো যা সাহিত্য বোদ্ধাদের মাঝে তুমুল জনপ্রিয়। এবং এই জনপ্রিয় হয় উঠার কারন গুলো হয়তো আপনি নিজেও আবিস্কার করতে পারবেন যখন আপনি নিজে এই বই গুলো পাঠ করবেন। নিম্নে বই গুলো নিয়ে সামান্য আলোচনা করা হলোঃ 



আনা কারেনিনা (Anna Karenina)

বিবাহ পরবর্তী জীবনের সংকট, পারস্পরিক বোঝাপড়ার অভাব, যৌন জীবনের সাথে নৈতিকতার টানাপোড়েন বোঝা ছাড়াও যে সকল পাঠক রুশ সমাজ জীবনের অন্তর্দাহ সম্পর্কে ওয়াকিবহাল তাদের দৃষ্টিতে 'আনা কারেনিনা' সর্বকালের অসেরা উপন্যাস হিসেবে বিবেচিত। 

১৮৭৮ সালে প্রকাশিত এই উপন্যাস 'টাইম' ম্যাগাজিন কর্তৃক সর্বকালের অন্যতম সেরা উপন্যাস হিসেবে স্বীকৃতি পায়। রুশ সাহিত্যের দিকপাল লিও তলস্তয় কর্তৃক লিখিত এই উপন্যাসে মূলত দুইটি চরিত্রের মধ্য দিয়ে জীবনের নানা দিক, নানা বাঁক প্রকাশিত হয়েছে, একদিকে আমরা দেখতে পাই বিবাহিত 'আনা' তার বিবাহিত জীবনের ইতি টেনে প্রেমের টানে প্রথম সংসার ত্যাগ করে। অন্যদিকে বিশ্বাস এবং দর্শন নিয়ে দোলাচালে দুলতে থাকে 'লেভিন' প্রেম, আবেগ এবং মানবিকতা নিয়ে থাকে নিজের মধ্যকার জগতে।

বইটির অরিজনাল রকমারি.কম থেকে সংগ্রহ এর জন্য অনুরোধ করতে পারেন পাশাপাশি অনুবাদ ও সংগ্রহ করতে পারেন।



টু কিল এ মকিংবার্ড  (To kill a Mocking Bird)

হার্পার লি কে ধরা হয় পৃথিবীর অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে। তিনি এই একটি মাত্র উপন্যাস লিখে বিশ্ব সাহিত্যে অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৬০ সালে প্রকাশিত এই বই প্রকাশের অল্প সময়ের মধ্যেই বিশ্ব সাহিত্যে নিজের স্থান নির্ধারিত করেন। ১৯৬১ সালে এই বই পুলিৎজার পুরস্কার অর্জন করে এবং এই বইয়ের অবলম্বনে নির্মিত মুভি ১৯৬২ সালে একাডেমিক এওয়ার্ড অর্জন করে। এই বইয়ে আমেরিকার সমাজ জীবনের নানাদিক বিশেষ করে দক্ষিণ আমেরিকার সমাজ জীবনের নানা দিক যেমন বৈষম্য, পারস্পরিক বিদ্বেষ ইত্যাদি নানা দিক বিস্তৃত পরিসরে আলোকপাত করা হয়েছে।

বইটির অরিজনাল রকমারি.কম থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি অনুবাদ ও সংগ্রহ করতে পারেন।



নিঃসঙ্গতার একশো বছর (One Hundred Years of Solitude)

১৯৬৭ সালে প্রকাশিত প্রয়াত কলাম্বিয়ান সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসর সবচেয়ে প্রভাবশালী উপন্যাস 'নিঃসঙ্গতার একশো বছর'। মার্কেসের নিঃসঙ্গতার একশ বছর একটি পরিবারের সাতটি প্রজন্মের গল্প, যে পরিবারের হোসে আর্কাদিও বুয়েন্দিয়ার নেতৃত্বে একদল দুঃসাহসী অভিযাত্রী দক্ষিণ আমেরিকার গহীন এক জঙ্গলে বসতি স্থাপন করে। এর ফলে প্রায় আক্ষরিক অর্থেই এক মহাকাব্যিক জগতের সূচনা হয়। একই সঙ্গে নিয়তির আশীর্বাদপুষ্ট ও অভিশাপলাঞ্ছিত আর খামখেয়ালির শিকার এক অসাধারণ বংশের সূত্রপাট ঘটে। এই বংশের অভূতপূর্ব ঘটনাপরম্পরা নিয়ে লেখা এক অলোকসামান্য উপন্যাস নিঃসঙ্গতার একশ বছর। উপন্যাসটি পাঠকের মনোযোগ ও ভালোবাসায় ক্লাসিকের মর্যাদা পেয়েছে।

বইটির অরিজনাল রকমারি.কম থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি অনুবাদ ও সংগ্রহ করতে পারেন।



ডন কিহোতে (Don Quixote)

ডন কিহোটে (Don Quixote), মিগেল দে থের্ভান্তেস সাভেদ্রা-র লেখা অমর সাহিত্যকর্ম। সপ্তদশ শতকে লেখা এই বইটিকে প্রথম আধুনিক উপন্যাস ও স্পেনীয় ভাষায় রচিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে অভিহিত করা হয়। বাংলায় কখনো কখনো এটিকে ডন কুইক্সোট শিরোনাম দেয়া হয়।

পাগলাটে স্বভাবের এক ভদ্রলোক। নাম ডন কুইক্সোট৷ সবার কল্পনাশক্তি যেখানে শেষ, তার ভাবনা শুরু হয় সেখান থেকে! নাইটদের রোমাঞ্চকর সব অভিযানের গল্প পড়তে পড়তে তারও একসময় নাইট হওয়ার ইচ্ছে হলো। যে কথা সে কাজ! ভৃত্য সাংকো পাঞ্জাকে নিয়ে ঘোড়ায় চড়ে বের হয়ে পড়লেন দুরন্ত এক অভিযানে। ঘটতে শুরু করল মজাদার সব ঘটনা।

বইটির অরিজনাল রকমারি.কম থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি অনুবাদ ও সংগ্রহ করতে পারেন।



 

ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট  (Crime and Punishment)

রুশ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ফিওদর দস্তয়েভস্কি'র লিখিত এই উপন্যাসটি বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা এবং প্রভাবশালী উপন্যাস। অপরাধবিজ্ঞান, সাইকোলজি এবং আইনের শিক্ষার্থীদের নিকট রয়েছে উপন্যাসটির ভিন্ন গুরুত্ব। 

ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট' উপন্যাসের সময়কাল, ঘটনাপ্রবাহ, পরিপ্রেক্ষিত, চরিত্র এবং চরিত্রগুলোকে ঘিরে যেসব সামাজিক অনুষঙ্গ এসব নিয়েই সেন্ট পিটার্সবার্গের এই প্রদর্শনীটি। মাকে নিয়ে প্রদর্শনীতে এসেছেন ৩৩ বছর বয়সী রোমান কোভচেঙ্কো।

'ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট' উপন্যাসে সেন্ট পিটার্সবার্গের একজন দরিদ্র প্রাক্তন আইনের শিক্ষার্থী রদিও রাস্কল্‌নিকভের মানসিক ক্লেশ ও নৈতিক দোটানা ফুটে উঠেছে। যে অর্থের জন্য একজন বিবেকবোধশূন্য মহাজনকে খুন করার পরিকল্পনা করে।

বইটির অরিজনাল রকমারি.কম থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি অনুবাদ ও সংগ্রহ করতে পারেন।

আপনি ও আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পাড়েন, আপনার যে কোন লিখা বা অনুরোধ বা উপহার আমাদের নিকট পৌছাতে মেইল করুন – contact@thebagnareader.com এই ঠিকানায় অথবা আমাদের ফেইসবুক পেজে fb.com/thebanglareader মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করুন

 

 



রিলেটেড পোস্ট / আরো পড়ুন

Subscribe to our newsletter

Join our monthly newsletter and never miss out on new stories and promotions.