আজ - ২৪ আষাঢ় ১৪৩১, সোমবার, জুলাই ৮, ২০২৪ ০৪:২১:০৭

বাংলা ভাষার বিখ্যাত ১০ লেখক, যাদের সৃষ্টিকর্ম , সাহিত্য আপনার অবশ্যই পড়া উচিত | Top 10 famous writers of Bengali language

মোঃ ফজলে রাব্বি
10 Nov, 2021
The Bangla Reader

বই পড়া মানুষের সবচেয়ে বড় অভ্যাস। বই শুধুমাত্র বিনোদনের একটি মাধ্যম নয়, এটি নিষ্ক্রিয় অভিজ্ঞতা এবং কাল্পনিকতার প্রধান উৎস । বাংলাদেশে অনেক বিখ্যাত বাঙালি লেখক আছেন যাদের বই, সাহিত্যকর্ম আপনি পড়তে পারেন- প্রত্যেক লেখক এবং কবির নিজস্ব অভিব্যক্তি, শৈলী এবং দর্শন রয়েছে। এসব বিখ্যাত লেখক এবং তাদের দুর্দান্ত বইগুলির সাথে একটি দুর্দান্ত অবসর সময় কাটাতে পারেন। বাংলা ভাষার বিখ্যাত এমন ১০ লেখক কে নিয়ে আজকের আয়োজন। যারা বাংলা ভাষার সাহিত্যকে সমৃদ্ধশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন এবং করছেন। তাদের লেখা সাহিত্যকর্মে আপনি ডুব দিতে পারেন। কাল্পনিকতার গভীর অতলে হারিয়ে যেতে পারেন। কখনো কখনো নিজেকে গল্পের নায়ক অথবা নায়িকা হিসেবে আবিষ্কার করতে পারেন। আর দেরি না করে চলুন দেখে নেই আমাদের সেই বিখ্যাত সাহিত্যকদেরকে।



হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ বাংলাদেশের একজন স্বনামধন্য এবং জনপ্রিয় লেখক তিনি ছিলেন একজন ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার চলচ্চিত্র নির্মাতা তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয় বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। তার বইগুলো বাংলাদেশের পাঠকদের কাছে ব্যাপকভাবে প্রিয় আপনি সবচেয়ে হাস্যকর এবং করুণ গল্প সহ হুমায়ূন আহমেদের বই পড়তে চাইলে হুমায়ুন আহমেদ এর বই হবে আপনার সেরা সংগী  তার সাহিত্যকর্মের মধ্যে অন্যতম জনপ্রিয় বই গুলো হচ্ছে, জোছনা জননীর গল্প , দেবী, মধ্যাহ্ন ,দেয়াল , দিঘির জলে কার ছায়া গো যেগুলো একদম না পড়লেই নয়।

হুমায়ুন আহমেদের বেস্টসেলার এবং অন্যান্য বইগুলো রকমারি.কম থেকে খুব সহজেই নিজের সংগ্রহে রাখতে পারেন।



রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি লেখক তিনি  ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী দার্শনিক তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকেগুরুদেব”, “কবিগুরুবিশ্বকবিঅভিধায় ভূষিত করা হয় ১৯১৩ সালে তার উজ্জ্বল কাব্যিক অভিব্যক্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত হন তাকে নিয়ে এবং তার কর্ম নিয়ে গবেষণার কমতি নেই। তিনি বাংলা সাহিত্য কে নিয়ে গেছেন অনন্ন্য এক উচ্চতায়। পৃথিবীর কাছে বাংলা সাহিত্যকে প্রজাপতির ডানার মত মেলে ধরেছেন, যা শুধু সৌন্দর্য ছরিয়েই যাচ্ছে ছরিয়েই যাচ্ছে। বাংলা সাহিত্যের গভিরতা প্রকৃত রূপ তিনিই প্রকাশ করেছেন মোট তেরোটি বিখ্যাত উপন্যাস রচনা করেছিলেন তিন এগুলি হল: বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৭), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), প্রজাপতির নির্বন্ধ (১৯০৮), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), যোগাযোগ (১৯২৯), শেষের কবিতা (১৯২৯), দুই বোন (১৯৩৩), মালঞ্চ (১৯৩৪) চার অধ্যায় (১৯৩৪)এগুলো আপনার পড়ার তালিকায় আজই যোগ করুন।

বই গুলো সহজেই রকমারি.কম থেকে সংগ্রহ করতে পারেন

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর প্রথম দিকের অন্যতম জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক তিনি ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, গল্পকার তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে তার বিখ্যাত বইগুলোর মধ্যে-  দেবদাস, পথের দাবি, শ্রীকান্ত, পরিণীতা, পথের দাবি, দত্তা, ইত্যাদি ইত্যাদি আরো অনেক বই 

তার লেখা সাহিত্যকর্মের এক এক টা চরিত্রকে তিনি এমন ভাবে ফুটিয়ে তুলতেন যেন যে কোন পাঠক এর হৃদয় জয় হয়ে যায়।

তার লেখা বই গুলো রকমারি.কম থেকে সহজে সংগ্রহ করতে পারেন।



মানিক বন্দোপাধ্যায়

মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক তার প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা-সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্যজগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম তার বইতে সাধারণত  জীবন, ভাগ্য এবং মানুষের মধ্যে পুনরাবৃত্ত সম্পর্ক এর নিবির পর্যবেক্ষন রয়েছে মানিক বন্দোপাধ্যায়কে বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় তার বিখ্যাত বই গুলোর মধ্যে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, অহিংসা, দিবা রাত্রির কাব্য, জননী, চতুষ্কোণ আরো ইত্যাদি বই উল্লেখযোগ্য।

তার লেখা বই গুলো রকমারি.কম থেকে সহজে সংগ্রহ করতে পারেন।

 

শামসুর রাহমান

শামসুর রাহমান ছিলেন একজন বাংলাদেশী কবি, যিনি বিংশ শতাব্দীর শেষার্ধে আবির্ভূত হন বাংলাদেশ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় কবি হিসেবে পরিচিতি পান উদার মানবতাবাদ, মানবিক সম্পর্ক, তারুণ্যের রোমান্টিক বিদ্রোহ ছিল সবচেয়ে জনপ্রিয় শামসুর রাহমানের বইয়ের প্রধান বিষয় তার লেখা বিখ্যাত বই গুলোর মধ্যে –প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০), রৌদ্র করোটিতে (১৯৬৩) , বিধ্বস্ত নিলীমা (১৯৬৭) , নিরালোকে দিব্যরথ (১৯৬৮), নিজ বাসভূমে (১৯৭০), বন্দী শিবির থেকে (১৯৭২), দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩), ফিরিয়ে নাও ঘাতক কাটা (১৯৭৪), আদিগন্ত নগ্ন পদধ্বনি (১৯৭৪), এক ধরনের অহংকার (১৯৭৫), আমি অনাহারী (১৯৭৬) ইত্যাদি আরো অনেক বই উল্লেখযোগ্য।

তার লেখা বই গুলো রকমারি.কম থেকে সহজে সংগ্রহ করতে পারেন।



আহমদ ছফা

আহমদ ছফা একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ গণবুদ্ধিজীবী ছিলেন জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সলিমুল্লাহ খানসহ আরো অনেকের মতে, মীর মশাররফ হোসেন কাজী নজরুল ইসলামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমান লেখক হলেন আহমদ ছফা তার লেখায় বাংলাদেশি জাতিসত্তার পরিচয় নির্ধারণ প্রাধান্য পেয়েছে তিনি একজন সুপরিচিত বাংলাদেশী লেখক, সমালোচক এবং বুদ্ধিজীবী গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনীসহ অনেক বই রয়েছে তার তার লিখা অন্যতম বই গুলোর মধ্যে – বাঙ্গালী মুসলমানের মন, গাভী বিত্তান্ত, অর্ধেক নাড়ি অর্ধেক ঈশ্বরী, মরণ বিলাশ, ওংকার ইত্যাদি আরো অসংখ্য বই উল্লেখ যোগ্য।

তার লেখা বই গুলো রকমারি.কম থেকে সহজে সংগ্রহ করতে পারেন।

 

আনিসুল হক

আনিসুল হক একজন বাংলাদেশী কবি, লেখক, নাট্যকার সাংবাদিক বর্তমানে তিনি বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক পদে কর্মরত আছেন মুক্তিযুদ্ধকালীন সময়ের সত্য ঘটনা নিয়ে তার লেখা মা বইটি বেশ জনপ্রিয় আনিসুল হক সাম্প্রতিক সময়ের জনপ্রিয় লেখকদের মধ্যে একজন আনিসুল হকের 'মা', 'ঝিমি', ৫১ বর্তী, এই পথে আলো জ্বেলে, নন্দিনি, হৃদিতা, ইত্যাদি সহ অনেক বিখ্যাত বই রয়েছে তিনি বর্তমানে দৈনিক প্রথম আলো পত্রিকায় কর্মরত একজন সক্রিয় সাংবাদিক

তার লেখা বই গুলো রকমারি.কম থেকে সহজে সংগ্রহ করতে পারেন।



জীবনানন্দ দাশ

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক প্রাবন্ধিক তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ভিন্ন পথের অনুসন্ধানী জীবনানন্দ দাশ যুক্তিসঙ্গতভাবে আধুনিক বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কবি তিনি বাংলা সাহিত্যে আধুনিকতাবাদী কবিতার সূচনা করেন তাঁর অনন্য কাব্যিক অভিব্যক্তি, শব্দ চয়ন এবং বিষয়ভিত্তিক আলোচনা বেশিরভাগ বইয়ে পাওয়া যায় তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে - রূপসী বাংলা, বনলতা সেন, ধূসর পান্ডুলিপি, আবার আসিবো ফিরে, সূর্য-অসূর্যলোক ইত্যাদি আরো অনেক বই উল্লেখযোগ্য।

তার লেখা বই গুলো রকমারি.কম থেকে সহজে সংগ্রহ করতে পারেন।

 

জহির রায়হান

জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন 

তার রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে ১৯৬০ সালে প্রকাশিত হয় তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো ‘হাজার বছর ধরে’  ‘আরেক ফাল্গুন’ হাজার বছর ধরে উপন্যাসের জন্য ১৯৬৪ সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘কখনো আসেনি (১৯৬১) ১৯৬৪ সালে ‘কাঁচের দেয়াল’  চলচ্চিত্রের জন্য তিনি নিগার পুরস্কার লাভ করেন তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো-  বেহুলা, সঙ্গম, আনোয়ারা এবং জীবন থেকে নেয়া স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে প্রশংসিত হন

তার লেখা বই গুলো রকমারি.কম থেকে সহজে সংগ্রহ করতে পারেন।



সত্যজিৎ রায়

সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক তাঁকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয় সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে তিনি বেশ কয়েকটি ছোট গল্প এবং উপন্যাস রচনা করেছেন, প্রাথমিকভাবে শিশু-কিশোরদের পাঠক হিসেবে বিবেচনা করে গোয়েন্দা ফেলুদা এবং প্রফেসর শঙ্কু এমন কিছু সেরা চরিত্র যা আপনি বিখ্যাত সত্যজিৎ রায়ের বইয়ে খুঁজে পাবেন 

তার লেখা বই গুলো রকমারি.কম থেকে সহজে সংগ্রহ করতে পারেন।

 

বাংলা সাহিত্যে এই সকল কবি, সাহিত্যিক, গল্পকার, ঔপন্যাসিক, চলচিত্রকার, সাংবাদিকেরা প্রচুর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে এবং করছে। তাদের সৃষ্টকল্প দ্বারা বাংলা ভাষার সাহিত্য কে শুধু সমৃদ্ধই করেনি, প্রচুর নতুন নতুন কবি সাহিত্যিক তৈরিতে প্রেরণা হিসেবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। আপনি যদি বই পড়ুয়া হয়ে থাকেন তবে এই সকল কথা সাহিত্যক দের লেখা সাহিত্য আপনার সাহিত্যে বিচরণের উপায় হতে পারে।  



রিলেটেড পোস্ট / আরো পড়ুন

Subscribe to our newsletter

Join our monthly newsletter and never miss out on new stories and promotions.